OrdinaryITPostAd

পাঁচটি নেটওয়ার্ক ডিভাইসের নাম।রাউটার কি ?রাউটারের সুবিধা -অসুবিধা এবং রাউটারের কাজ কি জানুন

প্রিয় পাঠক , আজকের  এই আর্টিকেলটিতে পাঁচটি নেটওয়ার্কের ডিভাইসের নাম ,রাউটার কি ?রাউটারের সুবিধা - অসুবিধা এবং রাউটারের কাজ কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।আপনি যদি পাঁচটি নেটওয়ার্কের নাম ,রাউটার কি? রাউটারের সুবিধা -অসুবিধা এবং রাউটারের কাজ কি সে সম্পর্কে জেনে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য নয় ।

আপনি যদি না জেনে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। 

 পেজই কন্টেন্ট সূচিপত্রঃ পাঁচটি নেটওয়ার্ক ডিভাইজের নাম ,রাউটার কি ?রাউটারের সুবিধা -অসুবিধা এবং রাউটারের কাজ কি জানুন।

  • পাঁচটি নেটওয়ার্ক ডিভাইসের নাম
  • রাউটার কি 
  • রাউটারের সুবিধা
  •  রাউটারের অসুবিধা 
  •  রাউটারের কাজ কি 
  • শেষ কথা

পাঁচটি নেটওয়ার্ক ডিভাইসের নাম

ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। নিচে পাঁচটি নেটওয়ার্ক ডিভাইসের নাম দেওয়া হলঃ

১। নেটওয়ার্ক ইন্টারফেস  কার্ড ঃ কম্পিউটার বা অন্য কোন ডিভাইসকে নেটওয়ার্ককে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলা হয়।একে  LAN কার্ড বা নেটওয়ার্ক  কার্ড বলা হয়।আবার একে অনেক সময় নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারও বলা হয়।

২। মডেমঃ মডেম শব্দটি মডুলেটর -ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ।মডুলেটর ডিজিটাল সংকেতকে  অনালগ সংকেতে পরিণত করে ।মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে। 

৩।হাবঃ হাবএক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন একত্রে সংযুক্ত করে ।এখানে ডিভাইস বলতে কম্পিউটার ,প্রিন্টার ,স্ক্যানার ইত্যাদি কে বোঝায় । স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রীয় কানেক্টিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।

৪। নেটওয়ার্ক সুইচঃনেটওয়ার্ক সুইচ এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা এর আওতাধীন ডিভাইস গুলোকে একত্রে সংযুক্ত করে ।এখানে ডিভাইস বলতে কম্পিউটার স্ক্যানার ইত্যাদিকে বোঝায় । সুইচ ও হাবের কাজ প্রায় একই ধরনের । তবে হাব এর কাছে প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর তা একই সাথে সকল কম্পিউটারে পাঠায়।

৫। রাউটারঃরাউটারকে পোস্টম্যান এর সাথে তুলনা করা যেতে পারে ।পোস্টম্যানকে প্রাপকের ডকুমেন্ট পৌঁছে দিতে সম্ভাব্য সব পথ যেমন চিনতে হয় ঠিক তেমনি রাউটারকে সকল নেটওয়ার্ক সেগমেন্টের হালনাগাদ খোঁজখবর রাখতে হয়।কাজেই রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারের ডাটা প্যাকেজ পৌঁছে দেয়।

 রাউটার কি

রাউটারকে পোস্টম্যান এর সাথে তুলনা করা যেতে পারে ।পোস্টম্যানকে প্রাপকের ডকুমেন্ট পৌঁছে দিতে সম্ভাব্য সব পথ যেমন চিনতে হয় ঠিক তেমনি রাউটারকে সকল নেটওয়ার্ক সেগমেন্টের হালনাগাদ খোঁজখবর রাখতে হয়। 

আরো পড়ুনঃসফটওয়্যার কি ?সফটওয়্যার এর প্রকারভেদ।

কাজেই রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারের ডাটা প্যাকেজ পৌঁছে দেয়। ডেটা প্যাকেজ হচ্ছে ডেটার সমষ্টি। রাউটার ডাটা প্যাকেজগুলোকে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে। রাউটার তৈরির জন্য CISCO বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে।

রাউটারের সুবিধা

নিম্নে রাউটারের সুবিধা সমূহ উল্লেখ করা হল

১। রাউটার ডেটার সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা কমায়।

২।এখানে ব্রডকাস্ট ডেটা ফিল্টারিং সম্ভাব হয়।

৩।বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন -ইন্টারনেট ,টোকেন রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে।

রাউটারের অসুবিধা 

নিম্নে রাউটারের অসুবিধা সমূহ আলোচনা করা হল

১। রাউটারের দাম বেশি ।

২।একই প্রটোকল ছাড়া রাউটার নেটওয়ার্কে সংযুক্ত করা যায় না ।

৩।রাউটারের কনফিগারেশন তুলনামূলক জটিল ।

৪।অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন।

রাউটারের কাজ কি

নিচে রাউটারের কাজ গুলো দেখানো হয়

১।এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর কাজে রাউটার ব্যবহার করা হয়।.

২।রাউটার ব্যবহার করে নেটওয়ার্কের সম্প্রসারণ এর কাজ করা হয়। 

৩।ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।

৪।রাউটার ডেটার সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা কমায়।

৫।এখানে ব্রডকাস্ট ডেটা ফিল্টারিং সম্ভব হয়। 

৬।বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন -ইন্টারনেট ,টোকেন রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে।

৭।রাউটার নেটওয়ার্ক এর মধ্যে একাধিক পদ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে।

৮।রাউটার প্রতিটি ডেটা প্যাকেজের গন্তব্য নেটওয়ার্ক এর ঠিকানা পড়ার কাজ করে এবং তার পথ ধরে তা পাঠায়।

৯।নেটওয়ার্ক সিগন্যাল সঠিক গন্তব্যে পাঠানোর জন্য রাউটার বিশেষভাবে কাজ করে।

শেষ কথা

সম্মানিত পাঠক ,পাঁচটি নেটওয়ার্ক ডিভাইসের নাম,রাউটার কি ?রাউটারের সুবিধা -অসুবিধা এবং রাউটারের কাজ কি ?এ সম্পর্কে আমি ইতিমধ্যেই আলোচনা করেছি। এই আলোচনা থেকে আপনি ইতিমধ্যেই জেনে গেছেন পাঁচটি নেটওয়ার্ক ডিভাইসের নাম রাউটার কি ?রাউটারের সুবিধা -অসুবিধা এবং রাউটার কাজএগুলো সম্পর্কে। এইরকম গুরুত্বপূর্ণ এবং তথ্যমূল্যক আর্টিকেল পড়তে চাইলে আমার ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪